সামাজিক দূরত্ব মানকের শ্রেণিবিভাগে রয়েছে?-
i. একদিকে নিবিড় আত্মীয়তা
ii. অন্যদিকে বৈরিতা
iii. অন্যদিকে নিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
প্রত্যক্ষণের কোন বৈশিষ্ট্যের জন্য আমরা বিভিন্ন উদ্দীপক থেকে নির্বাচন করতে পারি?
কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষা কোন সালে তৈরি করা হয়?
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
রিনা ও মিনা দুই বান্ধবী। দুজনেই গবেষণাকর্ম নিয়ে ব্যস্ত। রিনা বর্তমানে সামাজিক সমস্যা নিয়ে কাজ করছে। তার জন্য বিভিন্ন স্থানের লোকজনের কাছ থেকে পূর্ব নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। অপরদিকে মিনা তার গবেষণায় খুবই নিয়ন্ত্রিত পরিবেশে তথ্য সংগ্রহ করছে।
রিনা যে পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করছে তা হলো-
ফাহমিদার নির্দেশিত অঙ্গটি যেসব অঞ্চল নিয়ে গঠিত তা হলো-
i. সংবেদন অঞ্চল
ii. গতি অঞ্চল
iii. সংযোগ অঞ্চল
সাপেক্ষীকরণে কয় ধরনের উদ্দীপক আছে?