মানিলন্ডারিং অপরাধে কোন ব্যক্তির দন্ডে সর্বনিম্ন কত বছর জেল হয়?
দুর্ঘটনার কতদিনের মধ্যে বিমাকারিকে জানাতে হয়?
বিমাকৃত সম্পত্তির মূল্য ৫,০০,০০০ টাকা। দুর্ঘটনাকালে সম্পত্তির প্রকৃত মূল্য ছিল ৬,০০,০০০ টাকা। প্রকৃত ক্ষতির পরিমাণ ৬০,০০০ টাকা। গড়পড়তা বিমাপত্রে দাবি কত হবে?
ABC কোম্পানি বর্তমান বছরের শেষে ১০ টাকা লভ্যাংশ দেবে বলে সিদ্ধান্ত নেয় এবং আগামী বছরগুলোতে ৭% হারে বৃদ্ধি পাবে বলে কোম্পানি প্রত্যাশা করে। কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০০ টাকা এবং উত্তরণ ব্যয়ের হার বিক্রয়মূল্যের ৫% হলে নতুন সাধারণ স্টকের ব্যয় নির্ণয় কর।
নিচের কোনটিকে মানি লন্ডারিং বলা যায়?
ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হলো-
i. ব্যাংক হার নীতি
ii. অর্থ বাজার নীতি
iii. খোলাবাজার নীতি
নিচের কোনটি সঠিক?