সম্ভাব্যতা কিসের ব্যাপার?
একটিমাত্র অবস্থার ক্ষেত্রে কয়েকটি দৃষ্টান্তে অন্বয় বা সাদৃশ্যের ভিত্তিতে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করা হয়। এর যৌক্তিক নামকরণ কী হবে?
মানুষের অজ্ঞতার ফলে কোনটির উদ্ভব হয়?
যুক্তিবিদ্যায় জ্ঞাত সত্যটিকে কী বলে?
একটি গ্রহের গতিপথ ব্যাখ্যা করার সময় আমরা মাধ্যাকর্ষণ নিয়ম ও গ্রহটি সোজা পথে চলার স্বাভাবিক নিয়মের উল্লেখ করি এবং দেখাই যে, এ দুটি নিয়মের মিশ্র ফল দ্বারা গ্রহটির গতিপথ নিয়ন্ত্রিত হয়। এটি কোন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা?
রেশমা তার ছোট বোন রুমাকে বিভিন্ন ধারণার ভিত্তিতে বলে আগামীকাল বৃষ্টি হবে এবং পরেরদিন সত্যই বৃষ্টি হলো। রেশমার এ বক্তব্য নিচের কোনটিকে নির্দেশ করে?