কামাল স্যার যুক্তিবিদ্যা ক্লাসে সম্ভাব্যতা তত্ত্বের দুটি রূপ আছে বলে মত প্রকাশ করেন। এক্ষেত্রে যে দুটি রূপ সাদৃশ্যপূর্ণ-
i. পূর্বতঃসিদ্ধ তত্ত্ব
ii. পরিসংখ্যানভিত্তিক তত্ত্ব
iii. অনুমানভিত্তিক তত্ত্ব
নিচের কোনটি সঠিক?
১ম সংস্থানে কয়টি বৈধ মূর্তি?
কৃত্রিম শ্রেণিকরণকে অবৈজ্ঞানিক শ্রেণিকরণ বলার যথার্থ কারণ হলো-
i. ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে গঠিত
ii. ব্যক্তিগত সুবিধার ভিত্তিতে গঠিত
iii. সর্বজনীন ইচ্ছার ভিত্তিতে গঠিত
কপিল কর্মকার আত্মগত মতের সমালোচনা করতে গিয়ে বলেন মানসিক বিশ্বাস পরিমাপের কোনো পদ্ধতি বা উপায় নেই। কপিলের বক্তব্য কার মতবাদের সাথে সাদৃশ্যপূর্ণ?
যুক্তিবিদ বেইন এর মতানুযায়ী 'ইথার'-কে কী বলা যায়?
দ্বিকোটিক বিভাগের প্রবর্তক কে?