সুভাসের স্যার আকস্মিকতা অপনয়নের একটি Theory প্রদান করেন। সুভাসের স্যারের সাথে কোন যুক্তিবিদের সাদৃশ্য রয়েছে?
কার্যকারণ নীতি হলো-
i. আরোহের একটি মৌলিক নিয়ম
ii. আরোহের আকারগত ভিত্তি
iii. অবরোহের ফল
নিচের কোনটি সঠিক?
কে সবকিছুতে সন্দেহ ও সংশয় প্রকাশ করতেন?
তাসলিমা ও শিখার মধ্যে বৈজ্ঞানিক আরোহ নিয়ে আলোচনা হচ্ছিল। উক্ত আরোহ সম্পর্কে বলা যায়-
i. এর মূল লক্ষ্য হচ্ছে সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া
ii. কারণ আবিষ্কার করার উপায় নির্ধারণ করা এর মূল সমস্যা
iii. মিল কারণ আবিষ্কারের তিনটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন
যৌক্তিক বিভাগে একটিমাত্র মূলসূত্র গ্রহণ না করা হলে কোন অনুপপত্তির সৃষ্টি হয়?
যুক্তিবিদ হিউয়েল শ্রেণিকরণকে কোন ধরনের শ্রেণিকরণ বলে অভিহিত করেছেন?