সুলতান স্যার তার ক্লাসে বলেন, আরোহ অনুমানের সিদ্ধান্তসমূহ প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকারণের উপর প্রতিষ্ঠিত। সুলতান স্যারের বক্তব্য নিচের কোন যুক্তিবিদকে ইঙ্গিত করছে?
কার্যের পূর্ববর্তী ঘটনাকে কী বলে?
সুমি, রুমিকে বলল- 'মানুষ স্বভাবতই মরণশীল সুতরাং গাছপালাও মরণশীল' অনুচ্ছেদটিতে কোন আরোহের রূপ ফুটে উঠেছে?
অপনয়নের সূত্রগুলো সম্পর্কে তোমার মূল্যায়ন হবে-
i. কারণের সংজ্ঞা থেকেই অপনয়নের সূত্রগুলো এসেছে
ii. কোনো ঘটনার একাধিক কারণ থেকে কোনোটি বাদ দেওয়া যায় না
iii. অপনয়নের সূত্রগুলো কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার পদ্ধতিগুলোর ভিত্তি হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
যে পদ দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কী বলে?
সেলিম জড়বস্তুর নিম্নগামী গতি ব্যাখ্যা করতে গিয়ে মাধ্যাকর্ষণ শক্তিকে প্রকল্প হিসেবে গঠন বিজ্ঞানীর প্রতিনিধিত্ব করছেন?