পুঁজিবাজারের উপাদানবহির্ভূত কোনটি?
দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের সুবিধা হলো-
i. আনুষ্ঠানিকতা কম
ii. অধিক পরিমাণ ঋণ
iii. দীর্ঘমেয়াদের সুবিধা
নিচের কোনটি সঠিক?
জাবির ১,০০,০০০ টাকা ১০% সুদে ব্যাংকে জমা রাখতে চায় তবে ঐ টাকা কত সময়ে দ্বিগুণ হবে?
মূলধন বাজেটিং প্রকল্প মূল্যায়নের পদ্ধতিগুলো হলো-
i. গড় মুনাফার হার
ii. পেব্যাক সময়
iii. নিট বর্তমান মূল্য
মিতা এন্টারপ্রাইজ কোন ধরনের অগ্নিবিমাপত্র সংগ্রহ করেছে?
মি. X কে তুলনামূলক কম পরিমাণ প্রিমিয়াম দিতে হয়েছে, কারণ—
i. শুধু মারা গেলে বিমাদাবি প্রদান করা হয়ii. স্বল্প সময়ের জন্য বিমা পলিসি গ্রহণ করেছেন
iii. এ ধরনের বিমা পলিসির ক্ষেত্রে মারা না গেলে নবায়ন করা যায়