বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন একটি-
i. বিধিবদ্ধ সংস্থা
ii. পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান
iii. মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিং-এর সমস্যা হলো-
i. অনিশ্চিত-বিশ্ব
ii. চাহিদার অপরিবর্তন
iii. উৎপাদন ব্যয়ের পরিবর্তন
স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হলো-
i. বন্ড ইস্যু
ii. ব্যবসায় ঋণ
iii. ক্রেতার নিকট হতে অগ্রিম
নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও : মি. হাদী একজন অভিজ্ঞ বিনিয়োগকারী। তিনি তাঁর বিনিয়োগযোগ্য তহবিল দ্বারা একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানির একটি বন্ড কিনতে চান যার লিখিত মূল্য ১,০০০ টাকা। কুপন সুদের হার ৮% এবং বন্ডটি ১২ বছর মেয়াদি। বাজারে সুদের হার ১০%। কিছুদিন পর মি. হাদী ঐ প্রতিষ্ঠানের কিছু সাধারণ শেয়ার কেনেন।
মি. হাদী নগদ বন্ডটি কেনার জন্য সর্বোচ্চ কত টাকা প্রদান করবেন?
বাণিজ্যিক ব্যাংকের সেবামূলক কাজের অন্তর্ভুক্ত হলো-
i. অবলেখন
ii. সান্ধ্যকালীন ব্যাংকিং
iii. ক্রেডিট কার্ড ইস্যু
ঋণের মোট ভার কম হলে কোনটি চিহ্নিত করা সম্ভব হয়?