চট্টগ্রাম ব্যাংক লিমিটেড-এর প্রায় ৫০০টি শাখায় ১০,০০০ লোক চাকরি করে। ব্যাংকটি আগামী ৫ বছরে আরও ১০০টি শাখায় ২,০০০ লোক নতুন নিয়োগের পরিকল্পনা করেছে। চট্টগ্রাম ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কোন ভূমিকাটি পালন করছে?
জনাব গণি আগে কখনও বিমা করেন নি। কিন্তু সম্প্রতি তিনি একটি কারখানা করতে গিয়ে সরকারি অনুমতি লাভে বিমা করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিমা করার ব্যাপারে প্রথমে আপত্তি থাকলেও এখন বিমা না করে উপায় নেই। জনাব গণিকে কোন ধরনের বিমা করতে শর্ত দেওয়া হয়েছে?
ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে সেবাদান করা যায়-
i. দ্রুততার সাথে
ii. সঠিকভাবে
iii. সহজ ও নির্ভুলভাবে
নিচের কোনটি সঠিক?
২/১০নিট ৩০ এই শর্তের ক্ষেত্রে-
i. বাট্টার মেয়াদ ১০ দিন
ii. নগদ বাট্টার হার ২%
iii. ঋণের মেয়াদ ১২ দিন
ঋণ মূলধন ব্যবহারের সুবিধা কোনটি?
কোন নীতি অনুসরণে কম ব্যয়ে অধিক কাজ সম্পাদিত হয়?