শ্রেণিকরণের সীমা কোনটি?
i. যৌক্তিক সংজ্ঞার সীমা
ii. যৌক্তিক বিভাগের সীমা
iii. যৌক্তিক ব্যাখ্যার সীমা
নিচের কোনটি সঠিক?
যুক্তিবিদ যোসেফের মতে, 'ক্ষুধা' ও 'তৃষ্ণা' দুটি মানুষের সহজাত বৃদ্ধির বৈশিষ্ট্য কারণ হলো-
i. বস্তুগত ভিন্নতা
ii. আকারগত অভিন্নতা
iii. অর্থের অভিন্নতা
কোন পদের বিভেদক লক্ষণ চিহ্নিত করা যায় না?
অন্বয় শব্দের অর্থ কী?
আকস্মিকতা কোনটি?
i. কারণ না জানা দুটি ঘটনার সমাপতন
ii. কারণ জানা দুটি ঘটনার সমাপতন
iii. কারণ ছাড়া ঘটনার সমাপতন
মিল এর মতে আকস্মিকতায়-
i. দুই বা ততোধিক ঘটনার-সংমিশ্রণ থাকবে
ii. সম্ভাবনার ভিত্তি হবে বিশ্বাস
iii. কার্যকারণ সম্পর্কের অনুপস্থিতি