নদীর স্রোত, বাতাসের বেগ, দাঁড়ের ব্যবহার ইত্যাদি কারণগুলোর উল্লেখ দ্বারা নৌকার গতি ব্যাখ্যা করাকে কোন ধরনের ব্যাখ্যা বলা হবে?
সব মাছ জলে বাস করে। আবার তিমিও জলে বাস করে। কাজেই তিমি এক প্রকারের মাছ। উপরের উদ্দীপকে সৃষ্টি হয়েছে-
গাড়িতে লাল রঙের '+' চিহ্ন কিসের প্রতীক?
কাকতালীয় অনুপপত্তি হলো-
i. কার্যকারণ সম্পর্কবিহীন ঘটনা
ii. এমন ঘটনা যেখানে পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলে মনে করা হয়
iii. আকস্মিক ঘটনা
নিচের কোনটি সঠিক?
"প্রকল্প হলো ব্যাখ্যা করার প্রচেষ্টা" এ কথা বলেছেন-
i. যুক্তিবিদ মিল
ii. কার্ভেথ রিড
iii. যুক্তিবিদ কফি
মাধ্যম অনুমানের অন্যতম বৈশিষ্ট্য-
i. দুই বা ততোধিক আশ্রয়বাক্য থাকে
ii. প্রধান এবং অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান
iii. সত্য আশ্রয়বাক্য থেকে সত্য সিদ্ধান্ত এবং মিথ্যা আশ্রয়বাক্য থেকে মিথ্যা সিদ্ধান্ত হয়