'ক' অনুমান প্রয়োগ করে দেখানো হয় যে, ব্যাপকতর নিয়মটি থেকে এর অধীন বিশিষ্ট ঘটনার নিয়মটি অনুসৃত হয়েছে। এখানে 'ক' কোনটির প্রতি ইঙ্গিত করে?
জামিল যুক্তিবিদদের মতো সম্ভাবনা পরিমাপের জন্য কিছু নিয়মের কথা উল্লেখ করেন। এক্ষেত্রে জামিলের সাথে কোন যুক্তিবিদের মিল রয়েছে?
কোনো পদের সংখ্যা বা পরিমাণগত দিককে কী বলা হয়?
যুক্তিবিদ্যা সম্পর্কে তুলনামূলক মৌখিক ও প্রণিধানযোগ্য ধারণা প্রদান করেন-
i. যুক্তিবিদ এরিস্টটল
ii. যুক্তিবিদ জে এস মিল.
iii. যুক্তিবিদ আই এম কপি
নিচের কোনটি সঠিক?
কোনো বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে বস্তু বা ঘটনাসমূহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য অনুসারে সেগুলোকে মানসিক দিক থেকে সন্নিবেশিত করাই হলো শ্রেণিকরণ।- কে বলেছেন?
জ্যোতির্বিজ্ঞানী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার ঘটনাকে কেন নিরীক্ষণ বলে?