লৌকিক ব্যাখ্যা কোনো ঘটনা কেন ঘটেছে তার উত্তর দেয় না কেন?
একটি সংজ্ঞা হচ্ছে কোনো সংজ্ঞায়িত বস্তুর মধ্যকার সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি বিবৃতি; অথবা, আধুনিক ভাষায়, এটা হচ্ছে কোনো একটি পদের জাতার্থের সুস্পষ্ট বিবৃতি।"- কে বলেছেন?
বিধেয়ক কী?
যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অন্যান্য উপজাতি থেকে পৃথক করে দেখায় সে গুণ বা গুণাবলিকে ঐ উপজাতির কী রূপ লক্ষণ?
'আরোহমূলক লক্ষ'কে যুক্তিবিদরা বিভিন্নভাবে বিশেষায়িত করেছেন। এক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. আরোহের প্রাণ
ii. অন্তঃসার
iii. সারবস্তু
নিচের কোনটি সঠিক?
সম্ভাব্যতার বস্তুগত ভিত্তি কী?