কার্যটা কী ধরনের হবে তার প্রকৃতি নির্ণীত হওয়ার ক্ষেত্রে কোনটি অধিক যুক্তিসংগত?
যে ঘটনা ১০০ বারের মধ্যে ১০০ বারই ঘটার সম্ভাবনা থাকে, তাকে বলে-
i. নিশ্চিত ঘটনা
ii. অনিশ্চিত ঘটনা
iii. সম্ভাব্য ঘটনা
নিচের কোনটি সঠিক?
লোকটি হয় সৎ, না হয় নির্বোধ। এটি কোন বাক্য?
নৌকাডুবিতে একটি ছেলের মৃত্যুর কারণ হিসেবে পানির গভীরতা, নৌকা অত্যধিক বোঝাই, তীব্র জলস্রোত, ঝড়ো বাতাস, মাঝির অদক্ষতা, ছেলেটির সাঁতার না জানা, উদ্ধারকারীর অনুপস্থিতি, ভাসমান কোনো বস্তু না থাকা ইত্যাদি সদর্থক ও নঞর্থক শর্তকে উল্লেখ করা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যায়। এ ক্ষেত্রে লৌকিক ব্যাখ্যার কোন বিষয়কে দায়ী করা হয়?
দ্বিকোটিক বিভাগের আভিধানিক অর্থ হলো-
কার্যকারণ কোন ধরনের শব্দ?