যেসব জাগতিক ঘটনাবলির কারণ সম্পর্কে উপযুক্ত প্রমাণ গঠন করা যায় না, সেসব ক্ষেত্রে সাময়িকভাবে বিশেষ এক ধরনের প্রকল্প গঠন করা হয়। তাকে কী বলে?
ইচ্ছামতো গৃহীত প্রকল্প সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু বলে তোমার মনে হয়?
যুক্তিবিদ্যায় শব্দ প্রধানত কত প্রকার?
পদের ব্যক্ত্যর্থ এবং জাত্যর্থের সম্পর্ককে যুক্তিবিদরা ব্যক্ত্যর্থ ও জাত্যর্থকে কিসের নিয়ম বলে আখ্যায়িত করেছেন?
কোনো অফিসে ১০ জন কর্মচারী পেটের পীড়ায় আক্রান্ত হলো। এক্ষেত্রে কার্যকারণ নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
নিচের যুক্তিটি কোন আরোহের দৃষ্টান্ত?
রহিম নয় অমর
করিম নয় অমর
যদু ইত্যাদি মানুষ নয় অমর
∴ কোনো মানুষ নয় অমর