একটি ঘটনাকে যেভাবে নিরীক্ষণ করা উচিত, সেভাবে নিরীক্ষণ করা না হলে কোন অনুপপত্তির সৃষ্টি হয়?
বিভেধক লক্ষণের প্রকৃতি হলো—
i. জাতির অন্তর্ভুক্ত উপজাতিকে পৃথক করা
ii. উপজাতিকে সমজাতীয় উপজাতি থেকে পৃথক করা
iii. জাত্যর্থের অপরিহার্য অংশকে প্রকাশ কর
নিচের কোনটি সঠিক?
সহানুমানের বৈধরূপ কয়টি?
যুক্তিবিদ্যা পাঠ করে যা জানতে পারি-
i. বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য করতে পারি
ii. বৈধ ও অবৈধ যুক্তির সত্যতা প্রমাণ করতে পারি না
iii. যুক্তিবিদ্যা অবৈধ যুক্তিকে সত্য বলে প্রমাণ করার যুক্তি শিক্ষা দেয়।
কোনটি সংজ্ঞাদানের ব্যক্তর্থভিত্তিক কৌশলের সীমাবদ্ধতা নয়?
বিভাগের ষষ্ঠ নিয়ম লঙ্ঘন করলে নিচের কোন ত্রুটির উদ্ভব ঘটে?