ঢাকায় অবস্থানরত কোনো ব্যক্তি অফিসে না আসার কারণ হিসেবে যদি বলে, প্রবল বৃষ্টিতে চট্টগ্রামের রাস্তাঘাট তলিয়ে গেছে, তাহলে তার বক্তব্যটি প্রকল্পের কোন শর্তের বরখেলাপ হবে?
সিয়াম অনুপপত্তির কথা বলতে গিয়ে বলেছে, বিভাগকরণ প্রক্রিয়ায় একক ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত অঙ্গপ্রত্যঙ্গে বা বিশিষ্ট গুণাবলিতে বিভক্ত করা হলে একটি অনুপপত্তির উদ্ভব হয়। এটি মূলত-
i. গুণগত অনুপপত্তি
ii. অজ্ঞঙ্গগত অনুপপত্তি
iii. উৎক্রান্তি অনুপপত্তি
নিচের কোনটি সঠিক?
ব্যতিরেকী পদ্ধতির সাহায্যে স্থাপিত সিদ্ধান্ত কীরূপ?
p','⊃', 'q' এগুলো প্রতীকরূপে ব্যবহার হয়েছে। কারণ-
i. এগুলো একটি নির্দিষ্ট অর্থ বহন করে
ii. প্রতীকগুলো জটিল যুক্তিকে সাংকেতিক ব্যাখ্যা ও বিশ্লেষণ করে
iii. প্রাকল্পিক বচন প্রকাশ করতে এই প্রতীকের ব্যবহার হয়
সংক্ষিপ্ত প্রক্রিয়া বলতে যাকে বোঝায় না-
i. বর্ণনা
ii. সংজ্ঞা
iii. বিশ্লেষণ
গাছ থেকে আপেল পতন সম্পর্কে নিউটনের গৃহীত প্রকল্পটি কী ধরনের ছিল?