শফিক বলল, একটি বিদ্যার অন্যতম লক্ষ্য হচ্ছে সার্বিক নিয়ম বা সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা। শফিক কোন বিদ্যার দিকে ইঙ্গিত করেছে?
পরীক্ষণ ও নিরীক্ষণের কয়েকটি সাদৃশ্য হলো-
i. নিরীক্ষণ ও পরীক্ষণ একই প্রকৃতির
ii. নিরীক্ষণ ও পরীক্ষণের উদ্দেশ্য অভিন্ন
iii. নিরীক্ষণ ও পরীক্ষণ গুণগত দিক থেকে এক ও অভিন্ন
নিচের কোনটি সঠিক?
ব্যাখ্যার উৎসস্থল কী?
বুদ্ধিমত্তার প্রখরতা, শিক্ষা-দীক্ষা, পারিপার্শ্বিক অবস্থা, ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য, জ্ঞান, বুচি ইত্যাদির ভিন্নতার কারণে প্রতিটি মানুষের 'ক' ও ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত হয়ে থাকে। এখানে 'ক' কোনটিকে নির্দেশ করে?
'রাহু নামক দৈত্য চাঁদকে গ্রাস করলে চন্দ্রগ্রহণ হয়।'- এটি কী ধরনের প্রকল্প?
যৌক্তিক সংজ্ঞার ভাষা কীরূপ হবে?