'বায়ু হচ্ছে শব্দের কারণ'- এটি কোন ধরনের প্রকল্প?
যৌক্তিক সংজ্ঞায় পদের কোন গুণটি উল্লেখ করতে হয়?
শেভেলিয়র দ্য মেরে জুয়া খেলায় এক আপাতবিরোধী সমাধানের জন্য কাকে অনুরোধ জানান?
জাতি ও উপজাতি দুটি কী পদ?
যদি দাম বাড়ে, তাহলে চাহিদা কমে যদি দাম বাড়ে, তাহলে যোগান বাড়ে অতএব যদি যোগান বাড়ে, তাহলে চাহিদা কমে উপর্যুক্ত উদাহরণটি অমিশ্র প্রাকল্পিক সহানুমান। কারণ-
i. তিনটি যুক্তিবাক্যের সবগুলোই বৈকল্পিক
ii. তিনটি যুক্তিবাক্যই প্রাকল্পিক
iii. দুটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে
নিচের কোনটি সঠিক?
পরিমাণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে-
i. নিরপেক্ষ ও সাপেক্ষ
ii. সার্বিক ও বিশেষ
iii. সরল ও যৌগিক
নিচের কোনটি সঠিক ?