সলিনয়েডের কোন প্রান্তে উত্তর মেরুর উদ্ভব হয়?
40 kg ভরের এক বালক 12 s-এ 6 m উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ওয়াট হবে?
তামার আপেক্ষিক তাপ 400 J kg-1 K-1 এবং রূপার আপেক্ষিক তাপ 230 J kg-1 K-1
i. সমপরিমাণ রূপা ও তামার মধ্যে তামার তাপধারণ ক্ষমতা বেশি
ii. তামার এবং রুপার তৈরি দুটি বস্তুর তাপমাত্রা সমপরিমাণ বাড়াতে তামার তাপ বেশি লাগবে।
iii. সমপরিমাণ তামা ও রুপার তাপমাত্রা 1K বাড়াতে রূপায় বেশি তাপ দিতে হবে।
নিচের কোনটি সঠিক?
একজন শিকারী 2 kg ভরের বন্দুক থেকে 300 m s-1 বেগে 10 g ভরের গুলি ছুঁড়লে কী পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবে?
কর্মদক্ষতা (η), কাজের পরিমাণ (W), প্রদত্ত শক্তি (E) এবং শক্তির অপচয় (El) হলে কোন সূত্রটি সঠিক?
সরযুক্ত শব্দের তীক্ষ্মতা দিয়ে একই প্রাবল্যের যেসব সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় তা হচ্ছে-
i তীব্রতা
ii. তীক্ষ্মতা
iii. চড়া