প্রকল্পটি কেন অযথার্থ?
একজন রোগী নতুন স্থানে যাওয়ার পরপরই তার রোগ সেরে গেল। সুতরাং নতুন স্থানের আবহাওয়াই তার মুক্তির কারণ। এ যুক্তিটির যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
i. এ যুক্তিটি ব্যতিরেকী পদ্ধতি প্রাপ্ত প্রয়োগের উপর প্রতিষ্ঠিত
ii. আরোগ্য লাভের জন্য ঔষধ, পথ্য, সেবা ইত্যাদির কথা না বলে একটি মাত্র শর্তকে সমগ্র কারণ বিবেচনা করা হয়েছে
iii. শুধু স্থান পরিবর্তন রোগীকে আরোগ্য করতে পারে না
নিচের কোনটি সঠিক?
যুক্তির মধ্যে রয়েছে-
i. সৌন্দর্যবোধ
ii. নৈতিকবোধ
iii. আকর্ষণবোধ
এই প্রকার অনুমানের বৈশিষ্ট্য হলো- i. বিশেষ থেকে সার্বিকে গমনii. আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠাiii. আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক সিদ্ধান্তনিচের কোনটি সঠিক?
যাচাইকরণ কত প্রকার?
দ্বিকোটিক বিভাগে কোন নিয়ম অনুসরণ করা হয়?