সাধু সাদৃশ্যানুমানের সাদৃশ্যের বিষয়গুলো হয়-
i. মৌলিক
ii. আবশ্যক
iii. গুরুত্বপূর্ণ
নিচের কোনটি সঠিক?
যৌক্তিক বিভাগের ক্ষেত্রে মানুষ শ্রেণিকে একই সাথে 'শিক্ষা' ও 'সততা'- এ দুটি মূলসূত্রের ভিত্তিতে বিভক্ত করলে-
i. সংকর বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে
ii. নিয়মের লঙ্ঘন ঘটবে
iii. দ্বিকোটিক বিভাগের উদ্ভদ্ধ ঘটবে
'কেবল স্বাস্থ্যবিজ্ঞান পাঠ করলেই রোগহীন হওয়া যায় না'- উক্তিটির সাথে যুক্তির প্রায়োগিক সাদৃশ্য কিরূপ-
i. কেবল যুক্তিবিদ্যা পাঠ ছাড়াও মানুষ যুক্তিবিদ হতে পারে
ii. যুক্তিবিদ্যার পাঠ মানুষকে নির্ভুল করে না
iii. স্বাস্থ্যবিজ্ঞানের ন্যায় যুক্তিবিজ্ঞানও মানুষকে অমর করে রাখে
প্রাণীকে মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীতে ভাগ করে কোন বিভাগ?
অনুচ্ছেদের আলোকে ব্যাখ্যার নামকরণ করা যায় যেভাবে-
i. লৌকিক ব্যাখ্যা
ii. সামাজিক ব্যাখ্যা
iii. বৈজ্ঞানিক ব্যাখ্যা
উদ্দীপকে কোন অনুমানের প্রয়োগ ঘটেছে?