যৌক্তিক বিভাগের মূলনীতি কয়টি?
বাংলাদেশকে বিভাগের ভিত্তিতে ভাগ করতে গিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, মাদারীপুর, পাবনা বিভাগে ভাগ করলে কোন ধরনের অনুপপত্তি ঘটবে?
এরিস্টটলের সূত্রের বেশ প্রয়োজনীয়তা রয়েছে। কারণ-
i. সূত্রের সাহায্যে সহানুমানের সাধারণ নিয়মকে তুলে ধরা যায়'
ii. নিয়মটি সহানুমানের বৈধতা বিচারের সময় কাজে লাগে
iii. সূত্রের সাহায্যে ২য়, ৩য় এবং ৪র্থ সংস্থান স্মৃতিগুলোকে ১ম সংস্থানে রূপান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
পরফিরি ছককে জনপ্রিয় করে তোলার জন্য কার ভূমিকা সবচেয়ে বেশি?
প্রতীকী যুক্তিবিদ্যা কোন ধরনের?
বিজ্ঞানী কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক মতবাদ তত্ত্বটি কোন ধরনের প্রকল্পের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে?