'জ্ঞান' সূত্রের ভিত্তিতে মানুষ শ্রেণিকে 'জ্ঞানী' ও 'মূর্খ' মানুষে বিভক্ত করা এবং শিক্ষার ভিত্তিতে তাকে 'শিক্ষিত' ও 'অশিক্ষিত' মানুষে বিভক্ত করাকে কী বলা যৌক্তিক?
প্রকল্পের গুরুত্ব সম্পর্কে শিক্ষকের বক্তব্য হিসেবে সমর্থনযোগ্য-
i. প্রকল্প সরাসরি কোনো ঘটনার কারণ না হলেও প্রকল্পের মধ্যেই কারণের ইঙ্গিতে পাওয়া যায়
ii. প্রকল্প প্রণয়নের মাধ্যমে ঘটনার কারণ অনুসন্ধান করা সম্ভব
iii. প্রাকৃতিক নিয়ম আবিষ্কারের জন্য প্রকল্প প্রণয়নের প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
চিন্তা হচ্ছে মানুষের একটি-
i. ইন্দ্রিয়নির্ভর প্রক্রিয়া
ii. বুদ্ধিমূলক প্রক্রিয়া
iii. জ্ঞাননির্ভর প্রক্রিয়া
বিশ্বাস কী?
'কার্ডেথ রিড' প্রকল্পকে কয় ভাগে ভাগ করেন?
পরিমাণের দিক থেকে কার্য ও কারণ-