যদি সূর্য ওঠে, তাহলে সকাল হবে সূর্য ওঠেছে অতএব, সকাল হয়েছে। উপরিউক্ত উদাহরণটি একটি-
i. প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
ii. বৈধ দৃষ্টান্ত
iii. অবৈধ দৃষ্টান্ত
নিচের কোনটি সঠিক?
ক্রমিক বিভাগের প্রতিটি বিভাগের একটি জাতিকে নিকটতম জাতিতে বিভক্ত না করা হলে অনুপপত্তি ঘটে-
কোন নিয়মটি আরোহ অনুমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ?
i. বহুকারণবাদ
ii. কার্যকারণ নীতি
iii. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
সমকালীন পাশ্চাত্য দর্শনে কয় ধরনের সংজ্ঞার উল্লেখ পাওয়া যায়?
কাউছার সাহেব বলেন, 'কার্যকারণ' একটি স্বতঃসিদ্ধ নিয়ম। উক্ত বিষয়ের সম্পর্ক নির্ণয়ের পদ্ধতিগুলোর কাজ হচ্ছে-
i. আসল কাজ অপনয়ন করা
ii. গৌণ কাজ অপনয়ন করা
iii. আসল কাজ আবিষ্কার করা
কোন যুক্তিবিদ বলেন, "প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একদিকে আরোহ অনুমানের ভিত্তি এবং অন্যদিকে আরোহ অনুমানের ফল"?