"ছাত্রকে পরিশ্রমী, খেলোয়াড় এবং নম্র ইত্যাদিতে ভাগ করা"- এখানে বিভাগের কী ত্রুটি ঘটেছে?
i. অব্যাপক বিভাগ
ii. সংকর বিভাগ
iii. অঙ্গগত বিভাগ
নিচের কোনটি সঠিক?
যুক্তিবিদ্যার সাথে জ্ঞানের কোন শাখার সাদৃশ্য রয়েছে?
কে মনে করেন আরোহকে সম্ভাবনার উপর নির্ভর করতে হয়?
যৌক্তিক বিভাগের ক্ষেত্রে মানুষ শ্রেণিকে একই সাথে 'শিক্ষা' ও 'সততা'- এ দুটি মূলসূত্রের ভিত্তিতে বিভক্ত করলে-
i. সংকর বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে
ii. নিয়মের লঙ্ঘন ঘটবে
iii. দ্বিকোটিক বিভাগের উদ্ভদ্ধ ঘটবে
যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হলো-
i. সতাকে অনুসন্ধান করা
ii. মিথ্যাকে পরিহার হরা
iii. বুদ্ধিবৃত্তিক উন্নয়নে সহায়তা করা
লৌকিক ব্যাখ্যার ভিত্তি হলো-
i. অন্ধবিশ্বাস
ii. কুসংস্কার
iii. অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস