জনাব ইমতিয়াজের ব্যবসায় প্রতিষ্ঠানে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখের মূলধন ৪০,০০০ টাকা, নিট লাভ ১০,০০০ টাকা, আয়কর ৪,০০০ টাকা, উত্তোলন ৫,০০০ টাকা এবং অতিরিক্ত মূলধন ৮,০০০ টাকা হলে মালিকানাস্বত্বের সমাপনী উদ্বৃত্ত কত?
কোন পেশা বা বৃত্তি শিক্ষা দেয়ার বিনিময়ে ব্যবসায় প্রতিষ্ঠান যে অর্থগ্রহণ করে, তাকে বলা হয়-
কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে?
নগদান বইতে নগদ লেনদেনের নগদ দিকটি পাকাপাকিভাবে লেখা হয়। নগদান বইয়ের এ বৈশিষ্ট্যের সাথে নিচের কোন বইটির অন্তঃমিল ফুটে ওঠে?
উপর্যুক্ত ভুলের কারণে-
i. অনিশ্চিত হিসাব খুলতে হবে
ii. রেওয়ামিল মিলে যাবে
iii. উভয় হিসাবে সমপরিমাণ বেশি লেখা হয়েছে
নিচের কোনটি সঠিক?
'শিক্ষানবিশ সেলামি' একটি -