একটি নির্দিষ্ট সময়ান্তে ব্যবসায়ীর অবশ্যই জানা প্রয়োজন-i. ব্যবসায়ের লাভ-লোকসানii. ব্যবসায়ের আর্থিক অবস্থাiii. ব্যবসায়ের কারবারি বাট্টার পরিমাণ
নিচের কোনটি সঠিক?
অর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। কারণ এর মাধ্যমে-
i. পরিবারের আর্থিক বুনিয়াদের চিত্র পাওয়া যায়ii. ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয়iii. পরিবারের আয় ব্যয়ের চিত্র পাওয়া যায়
খতিয়ানের কাজ কী?
৫০,০০০ টাকা নিয়ে একটি প্রতিষ্ঠান ব্যবসায় শুরু করে। বছর শেষে মোট আয় ২০,০০০ টাকা এবং মালিকানাস্বত্ব ৬৫,০০০ টাকা হলে, মোট ব্যয়ের পরিমাণ কত?
যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে?
আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে-i. মূলধন জাতীয় প্রাপ্তিii. মুনাফা জাতীয় ব্যয়iii. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়নিচের কোনটি সঠিক?