একটি মোটরগাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 12.0 V। 2.5 C আধানকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে স্থানান্তরের জন্য সম্পন্ন কাজ নির্ণয় কর।
ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে কোন ধরনের পদার্থ রাখা হয়?
এনজিওগ্রাফি পরীক্ষা করার সময় কোন রশ্মি ব্যবহৃত হয়?
আলো বায়ু হতে কাচ মাধ্যমে প্রবেশ করলে-
i. প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়
ii. প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে সরে যায়
iii. লম্বভাবে আপতিত হলে সোজা বরাবরই গমন করে
নিচের কোনটি সঠিক?
সিসমিক সার্ভে করা হয় কোন ক্ষেত্রে?
আপেক্ষিক তাপ কোনটির সবচেয়ে কম?