পণ্যের দাম যখন কমতে থাকে তখন কোন মজুদ পদ্ধতি সর্বাধিক গ্রহণযোগ্য?
কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র ও সমান অংশকে বলে-
যদি জনাব জামান মোট আয় স্থির রেখে নিট আয় বৃদ্ধি করতে চায়, তবে
i. প্রশাসনিক খরচ কমাতে হবে
ii. বিক্রয় খরচ হ্রাস করতে হবে
iii. বিক্রয় বৃদ্ধি কমাতে হবে
নিচের কোনটি সঠিক?
যৌথমূলধনী কোম্পানি- i. শেয়ার বিক্রির মাধ্যম মূলধন সংগ্রহ করেii. ব্যক্তির ন্যায় যেকোনো লেনদেনে অংশ নিতে পারেiii. কেবল আইনের মাধ্যমেই বিলুপ্ত হতে পারে
কোনটি উৎপাদন ব্যয় হিসাবচক্রের ধাপ?
মি. হাসির দায় ছিল ৩০,০০০ টাকা এবং মূলধন ছিল ৪০,০০০ টাকা। যদি দায় ১০,০০০ টাকা হ্রাস পায় এবং সম্পদ ১০,০০০ টাকা বৃদ্ধি পায় তবে তার মূলধন কত বৃদ্ধি পাবে?