চলতি অনুপাতের আদর্শমান কত?
কামাল ও লোটাস কারবারের মুনাফা ২: ১ অনুপাতে বণ্টন করে থাকে। বছর শেষে তাদের মূলধনের জের যথাক্রমে ১,০০,০০০ ও ১,৮০,০০০ টাকা। বছর শেষে কারবারের নিট লাভ ২৪,০০০ টাকা। কামাল ও লোটাস এর প্রারম্ভিক মূলধন কত টাকা?
ধারে বিক্রয়ের সংশোধনী জাবেদা কী হবে?
কোম্পানির মূলধনের ক্ষুদ্র ও সমান অংশকে কী বলে?
সমাপনী মজুদ পণ্যের বাজারমূল্য ১০,০০০ টাকা হলে মোট লাভের ওপর কী প্রভাব পড়ে?
অংশীদারদের মূলধন স্থায়ী হলে তৈরি করতে হয়-i. লাভ-লোকসান হিসাবii. অংশীদারদের চলতি হিসাবiii. অংশীদারদের মূলধন হিসাবনিচের কোনটি সঠিক?