ব্যাংক হিসাবের ক্রেডিট দিকের যোগফল ৫০,০০০ টাকা ও ডেবিট দিকের যোগফল ৩৫,০০০ টাকা হলে-i. ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা হয়ii. ডেবিট দিকে, ব্যাংক কলামে ব্যালেন্স সি/ডি ১৫,০০০ টাকা হয়iii. ব্যাংক উদ্বৃত্ত ১৫,০০০ টাকা হয়নিচের কোনটি সঠিক?
খতিয়ান হতে প্রাপ্ত কিসের সাহায্যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় ?
জনাব দুর্জয় ৫% বাট্টায় ৩০,০০০ টাকার পণ্য চকলেট ক্রয় করেন যার ৬০% বাকিতে এবং অবশিষ্ট টাকা চেকে। দুইঘরা নগদান বইয়ে কী হবে?
'সুনাম হিসাব' কী ধরনের হিসাব?
কিসের ওপর ভিত্তি করে লেনদেনকে ক্রেতা-বিক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করেন?
স্বল্পমূল্যের ঘড়ি ক্রয় সংশ্লিষ্ট হিসাব বছরে খরচ হিসাবে লিপিবদ্ধ হবে কোন নীতি অনুসারে?