কার্শফের সূত্র অনুসারে-
i. Σ IR = Σ E
ii. Σ IR = Σ 0
iii. Σ I = Σ E
নিচের কোনটি সঠিক?
একটি তারে ক্রমাগত ভর চাপালে ভার-সম্প্রসারণ লেখচিত্র OABC এর ন্যায় হয়। আবার চাপানো ভর ক্রমাগত সরিয়ে নেওয়ায় CBP পথের ন্যায় হয়। এক্ষেত্রে-
i. OP তারের স্থায়ী প্রসারণ বোঝায়
ii. AB অংশ পূর্ণস্থিতিস্থাপক
iii. OA অংশ হুকের সূত্র মেনে চলে
তড়িৎ ক্ষেত্রে। টি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি-
i. স্থির থাকবে
ii. বল লাভ করবে
iii. নির্দিষ্ট পথে চলবে