সব ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে পদার্থ সম্প্রসারিত হয়।'- এটি কোন আরোহের উদাহরণ?
যৌক্তিক বিভাগের একটি নিয়ম হলো জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করতে হয়। তাই-
i. একই ব্যক্তিকে তার বিশিষ্ট গুণসমূহে বিভক্ত করা উচিত নয়
ii. 'সভ্য মানুষ', 'অসভ্য মানুষ' এভাবে ভাগ করা যাবে না
iii. একটি ফুলকে গন্ধ, বর্ণ, সৌন্দর্য ইত্যাদি বিশিষ্ট গুণে বিভক্ত করা যাবে না
নিচের কোনটি সঠিক?
প্রকৃতি সব সময় কীসের অনুসারী?
কার মতে শ্রেণিকরণ হলো লক্ষণভিত্তিক?
সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে-
i. বিধেয় পদ ব্যাপ্য হয়
ii. উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়
iii. বিধেয় পদ অব্যাপ্য হয়
সার্বিক আশ্রয়বাক্য থেকে বিশেষ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় কোন অনুমানের মাধ্যমে?