পাত্র দুটির দ্রবণ মিশ্রিত করে প্রাপ্ত অধঃক্ষেপ আলাদা করে গাঢ় NaOH দ্রবণ যোগ করা হলে-
(i) অধঃক্ষেপ দ্রবীভূত হয়
(ii) সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়
(iii) নতুন অধঃক্ষেপ তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
অবর জাতি কী?
নিরীক্ষণের সাহায্যে-
i. কারণ থেকে কার্য অনুসন্ধান করা যায়
ii. কার্য থেকে কারণের অনুসন্ধান করা যায়
iii. অনিয়ন্ত্রণাধীন পরিবেশে পরীক্ষণ করা যায়
দ্বিকোটিক বিভাগে একটি শ্রেণিকে মোট কতটি শ্রেণিতে ভাগ করা যায়?
প্রকল্পের শর্ত হলো-
i. প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে
ii. প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে
iii. প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে
বিশ্বব্রহ্মান্ডের বিশাল অস্তিত্ব সম্পর্কে যুক্তিবিদ জেভন্সের ব্যাখ্যায় কোন ধরনের বক্তব্য স্পষ্টভাবে ফুটে উঠে?