কোন ধরনের প্রতিষ্ঠানে প্রতিদিন অনেক রকমের নগদ লেনদেন সংঘটিত হয়?
৩০ জুন, ২০১৯ তারিখের একটি রেওয়ামিলে অগ্রিম ভাড়া ৩,০০০ টাকা Cr করা হয়েছে এবং বহিঃফেরত ১,৮০০ টাকা Dr করা হয়েছে। অন্যান্য সকল হিসাব সঠিক থাকলে রেওয়ামিলটির উভয় দিকের পার্থক্যের পরিমাণ হবে-
পরিবারটির সমাপনী পারিবারিক তহবিল কত হবে?
লেনদেনের বিস্তৃত, পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য কেন্দ্র কোনটি?
রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না-
i. সমাপনী মজুদ পণ্য
ii. সমাপনী হাতে নগদ
iii. সমাপনী মনিহারি
নিচের কোনটি সঠিক?
ব্যাংকে ৮০,০০০ টাকা জমার ফলে ব্যাংক ১২% হারে সুদ প্রদান করে। এক্ষেত্রে রেওয়ামিলে ব্যাংক জমার সুদ কত এবং কোথায় অন্তর্ভুক্ত হবে?