কোনো মানুষ নয় পশু, অতএব, কোনো পশু নয় মানুষ। উপরিউক্ত যুক্তিবাক্যটি-
i. E-যুক্তিবাক্য
ii. নঞর্থক যুক্তিবাক্য
iii. উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য
নিচের কোনটি সঠিক?
'জগতের সব বস্তু বা ঘটনাবলিকে শ্রেণিকরণ করা যায় না। এর কারণ হিসেবে যেটি সমর্থনযোগ্য-
i. সীমিত জ্ঞান
ii. জ্ঞানের সীমাবদ্ধতা
iii. অন্তর্নিহিত জ্ঞানের অভাব
আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের সমষ্টি দ্বারা কী বোঝায়?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা হয় মেধাবী- এই যুক্তিবাক্যে 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা' পদে কয়টি শব্দ রয়েছে?
নিম্নে উদ্ধৃত যুক্তি দুটি কোন অনুমানের অন্তর্গত? i. সব মানুষ হয় দ্বিপদ প্রাণী... কিছু দ্বিপদ প্রাণী হয় মানুষii. সব মানুষ হয় দ্বিপদ প্রাণী সব শিক্ষার্থী হয় মানুষ... সব শিক্ষার্থী হয় দ্বিপদ প্রাণী
বৃহত্তর জাতিকে উপজাতিতে বিভক্ত করা হয় কেন?