গোলীয় দর্পণের ক্ষেত্রে-
i. গোলকের উত্তল পৃষ্ঠে পারা লাগিয়ে অবতল দর্পণ তৈরি করা হয়।
ii. অবতল দর্পণ একটি অপসারী দর্পণ
iii. অবতল দর্পণে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে এক বিন্দুতে অভিসারিত হয়
নিচের কোনটি সঠিক?
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাকসংখ্যা 100 এবং ভোল্টেজ 420 V. গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা কত হলে এর ভোল্টেজ 840 V হবে?
কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 5 s-এ 50 C আধান প্রবাহিত হয় তাহলে প্রবাহিত তড়িতের মান কত?
ডিজিটাল সংকেত হলো-
i. অডিও ভিডিও ভোল্টেজ
ii. বাইনারী কোড
iii. নির্দিষ্ট মান
উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে দর্পণের নিকট আনা হলে প্রতিবিম্ব-
কোনো নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত একটি বস্তু A মাধ্যমে 20 cm তরঙ্গ দৈর্ঘ্য এবং 160 m s-1 বেগ সম্পন্ন তরঙ্গ উৎপন্ন করে। বস্তুটি B মাধ্যমে 240 ms-1 বেগের তরঙ্গ উৎপন্ন করলে এ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?