তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে-
i. তরঙ্গ একস্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে
ii. তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ঘটে
iii. তরঙ্গের বেগ মাধমের প্রকৃতির উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য বাড়িঘরে কি ব্যবহার করা হয়?
একজন শিকারী 2 kg ভরের বন্দুক থেকে 300 ms-1 বেগে 10 g ভরের গুলি ছুঁড়লে কী পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবেন?
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে ভোল্টেজ 6 V এবং পাকসংখ্যা 300 গৌণ কুন্ডলীর ভোল্টেজ 18V হলে গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা কত?
সময় t ও শব্দের বেগ v হলে, সমুদ্রের গভীরতা এ নির্ণয়ের ক্ষেত্রে -
i শব্দ সর্বমোট এ দূরত্ব অতিক্রম করে
ii. d =v × t2
iii. শব্দ সর্বমোট 2d দূরত্ব অতিক্রম করে
30°C তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য-
i. ন্যূনতম 110 s সময় ব্যবধান প্রয়োজন
ii. উৎস হতে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব 16.5 m
iii. কমপক্ষে শব্দানুভূতির স্থায়িত্ব কালের সমান সময় প্রয়োজন