এক ব্যক্তি প্রতিবন্ধক থেকে 16.6 m দূরে থাকা সত্ত্বেও প্রতিধ্বনি শুনতে পেল না। কারণ-
i. বায়ুর তাপমাত্রা 0°C থেকে কম ছিল
ii. শব্দের বেগ 332 ms-1 থেকে বেশি ছিল
iii. 0.1 s এর পূর্বে শব্দ ফিরে এসেছিল
নিচের কোনটি সঠিক?
একটি পাথরকে সূতা দিয়ে বেঁধে মাথার উপর ঘুরালে--
i. ক্রমাগত দিক পরিবর্তন করবে
ii. ত্বরণ সৃষ্টি হবে
iii. সুষম বেগে চলতে থাকবে
সলিনয়েডের মাধ্যমে লোহার দণ্ড চুম্বকে পরিণত হওয়াকে কী বলে?
গিটারের তারের গতি কোন ধরনের গতি?
নির্দিষ্ট দিকে তরঙ্গের 5 সেকেন্ডে 50 m সরণ হলে বেগ কত হবে?
ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা কী রূপে আবির্ভূত হয়?