কোনো নির্দিষ্ট দিনে বা মাসে সংঘটিত লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা যায় কোনটি থেকে ?
জনাব আকন ২০০টি হাতা ২০০ টাকা দরে ক্রয় করেন। পরিবহন খরচ ১,০০০ টাকা। কারবারি বাট্টা ৫%। চালান বহিতে মোট কত টাকা লিপিবন্ধ হবে?
১ জানুয়ারি তারিখে জনাব এমাম এর ৮,০০,০০০ টাকার বাড়িঘর, ২,০০,০০০ টাকার আসবাবপত্র ও ১০,০০০ টাকার ঋণ ছিল। তার পারিবারিক তহবিল কত?
মি. মামুন এর ০১-০১-২০২২ খ্রি. তারিখে সম্পদ ও দায়ের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ :
হাতে নগদ ১,২৫,০০০ টাকা, ব্যাংকজমা ৩৫,০০০ টাকা, আসবাবপত্র ১,২৫,০০০ টাকা এবং ঋণ ১,১৫,০০০ টাকা।
মি. মামুন এর পারিবারিক তহবিলের পরিমাণ কত?
১০% হারে কোনো সম্পত্তির ৬ মাসের অপচয় ২,০০০ টাকা হলে সম্পত্তির মূল্য কত?
পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে দেখান হয়?