লাবণীর নিকট থেকে ১,২০০ টাকা দরে ১০০ পিছ শাড়ি ক্রয়, কারবারি বাট্টা ১২%। এখানে কারবারি বাট্টার পরিমাণ কত?
প্রকৃত লাভ লোকসান নির্ণয় তখনই সম্ভব যখন- i. সঠিক ক্রয়মূল্য নির্ধারণ করা যায়ii. সঠিক উৎপাদন ব্যয় নির্ণয় করা যায়iii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারন করা যায়নিচের কোনটি সঠিক?
বিক্রীত পণ্যের ব্যয় ১৬,৮০০ টাকা। বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ১০% হলে বিক্রয় মূল্য কত হবে?
পূর্বে সংঘটিত আর্থিক ঘটনাকে কী বলে?
যখন বিক্রীত পশ্যের ব্যয় ১৬,০০০ টাকা এবং বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা করা হলে, বিক্রয়ের পরিমাণ হবে-
যদি প্রদেয় হিসাবের টাকা পরিশোধ করা হয় তবে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?