তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কি ঘটবে?
তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সফল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
কোন উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 100cm। লেন্সটির ক্ষমতা কত?
ভোল্টমিটারের সাহায্যে একটি ড্রাইসেলের দুইপ্রান্তের বিভব পার্থক্য পাওয়া গেল 12 V, কোষটি দিয়ে বালব জ্বালানো হলে 10 C আধান প্রবাহিত হলো। কৃতকাজের পরিমাণ কত?
একটি যন্ত্র 200 kg ভরের একটি বস্তুকে 50s এ ভূমি থেকে 30 m উপরে উঠাতে পারে। যন্ত্রটির ক্ষমতা কত?
30°C তাপমাত্রায় 0.25s এ কোনো প্রতিধ্বনি শোনা গেলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত m (মিটার)?