বছরের শেষে অগ্রিম পরিশোধিত বিজ্ঞাপন খরচ সমন্বয়ের ক্ষেত্রে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে?
ডেবিট নোট কে প্রস্তুত করে?
পরোক্ষ খরচের মাধ্যমে পণ্যকে কী করা হয়?
ফাহমিদা আক্তার পরিবারের জন্যে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুতের সময় চলতি, পূর্ববর্তী ও পরবর্তী সকল হিসাবসমূহ লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে ফাহমিদা আক্তার কোনটি বিবেচনা করবেন না।
হিসাববিজ্ঞান শাস্ত্রে আলোচিত হয়-i. আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাবii. আর্থিক ফলাফল নির্ণয় পদ্ধতিiii. আর্থিক কৌশল বিশ্লেষণনিচের কোনটি সঠিক?
একটি প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে জাবেদায় দাখিলা দেওয়ার সময় হিসাবরক্ষক একটি এন্ট্রি ভুল করল। তোমার মতে তার কী করা উচিত?