জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় মূলধনজাতীয় ব্যয় হওয়ার কারণ কী?
মি. মুকুল একটি অকেজো ফটোকপি মেশিন ক্রয় করলেন। এটি কার্যোপযোগী করার জন্য তিনি এতে নতুন কালির কার্টিস সংযোজন করেন। এটি কোন ধরনের লেনদেন?
যে সকল প্রাপ্তি নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় সেগুলোকে কী জাতীয় লেনদেন বলে?
শিক্ষানবিশ সেলামি পাওয়া গেছে ৬,০০০ টাকা (১৫ মাসের জন্য)। এখানে মুনাফাজাতীয় আয় কত?
কোনটি মুনাফাজাতীয় আয়?
মুনাফাজাতীয় প্রাপ্তির যে অংশ বর্তমান হিসাব বছরসংক্রান্ত তাকে বলা হয়--