'কিছু ছেলে হয় তারা যারা তাস খেলে'-যৌক্তিক আকারে এটি কোন যুক্তিবাক্য?
গণিত এবং যুক্তিবিদ্যার মধ্যে ব্যাপক বৈসাদৃশ্য বিদ্যমান। কারণ-
i. যুক্তিবিদ্যার ভিত্তি চিন্তন; অন্যদিকে গণিতের ভিত্তি চিন্তন ক্রিয়া
ii. যুক্তিবিদ্যা দর্শনের শাখা; আর গণিত হলো বিজ্ঞানের শাখা
iii. যুক্তিবিদ্যায় বিশ্লেষণিক ও সংশ্লেষণিক উভয় দিকই পরিলক্ষিত হয় কিন্তু গণিতে কেবল বিশ্লেষণিক উক্তি দেখা যায়।
নিচের কোনটি সঠিক?
"মানুষ হয় হাস্যপ্রিয় জীব।"-উদাহরণটি দ্বারা কোন বিষয়কে বোঝায়?
মানুষ শ্রেণিকে ধনী ও দরিদ্র- এ দুটি শ্রেণিতে বিভক্ত করলে অনুপপত্তির সৃষ্টি হয় কেন?
প্রকল্পের শেষ স্তর কোনটি?
কৃত্রিম শ্রেণিকরণে যে নিয়ম অনুসরণ করা হয় না তা হলো-
i. প্রাকৃতিক নিয়ম
ii, বৈজ্ঞানিক নিয়ম
iii. অবৈজ্ঞানিক নিয়ম