'মানুষ' পদের জাত্যর্থ হলো-
i. জীববৃত্তি
ii. বুদ্ধিবৃত্তি
iii. জ্ঞানানুরাগ
নিচের কোনটি সঠিক?
'কারণ' নির্ণয়ের জন্য অপরিহার্য কোনটি?
ইমতিয়াজ যুক্তিবিদ্যায় গাণিতিক সম্ভাব্যতার ক্ষেত্রে ঘটনা ঘটার সম্ভাব্যতা ও ঘটনা না ঘটার সম্ভাব্যতার সূত্র প্রণয়ন করেন। ইমতিয়াজের প্রদত্ত ব্যাখ্যার সাথে কার ব্যাখ্যার মিল রয়েছে?
'সকল পুরুষ হয় মাতৃভক্ত' উদ্দীপকের এই যুক্তবাক্যটি কোন অনুমানের দৃষ্টান্ত?
'জীব' শ্রেণি সরাসরি 'সভ্য মানুষ' ও 'অসভ্য মানুষ'- এ দুটি উপশ্রেণিতে বিভক্ত করলে যা ঘটবে-
i. বিভাজন প্রক্রিয়াটি যথার্থ হবে
ii. বিভাজন প্রক্রিয়াটি ভ্রান্ত হবে
iii. উল্লম্ফন বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে
ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর অভ্যন্তরীণ গোলযোগকে দায়ী করা হলে তা কী হবে?