রেওয়ামিলের তারিখে মেশিনটি ৫,৫০,০০০ টাকায় বিক্রয় করা হলে, মেশিন বিক্রয়জনিত মুনাফা কত হবে?
ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের থেকে নিচের কোন দফাটি বিয়োগ হবে?
জনাব সাব্বির সুগন্ধা লি.কে কত টাকা পরিশোধ করবেন?
মাসের শেষে উত্তোলন করলে কয় মাসের সুদ ধরতে হয়?
দৈনিক কত ঘণ্টা কাজ করলে একজন শ্রমিক ওভারটাইম মজুরি পাবে?
চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের আইনি বিধান হলো-
i. অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা যাবে না
ii. সক্রিয় অংশীদারগণ পারিশ্রমিক বাবদ কোনো বেতন বা কমিশন পাবে না
iii. অংশীদারগণ সরবরাহকৃত ঋণের জন্য সুদ পাবে না
নিচের কোনটি সঠিক?