কোনো সামন্তরিকের দুটি কর্ণ A→=4i^-4j^+2k^ এবং B→=3i^-3j^+k^ দ্বারা নির্দেশ করা হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?
কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভরসংখ্যা অপরিবর্তত থাকে যখন এটি— নিঃসৃত করে।
হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ইলেকট্রনীয় কক্ষের ব্যাসার্ধ কত? যেখানে, h = 6.63×10-34 J.s, m = 9.11×10-31 kg
বর্গক্ষেত্রের কেন্দ্রে নিট তড়িৎ ক্ষেত্রের দিক বর্গক্ষেত্রের সাপেক্ষে কোন দিকে হবে?
একটি লেজার উৎসের কম্পাঙ্ক 6×1014 Hz এবং নিঃসরিত শক্তির হার 2×10-3 W. উৎসটিতে -
i ফোটনের কম্পাঙ্ক বেশি হলে শক্তি কম হয়
ii. নিঃসরিত একটি ফোটনের শক্তি 3.97×10-19J
iii. ফোটন নিঃসরণের হার 5.02×1015টি
নিচের কোনটি সঠিক?
হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যখন n = 3 কক্ষ থেকে n = 2 কক্ষে আসে তখন নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হয়?