আপেক্ষিক অর্দ্রতা পরিমাপক যন্ত্রের শুষ্ক ও আর্দ্র বালব থার্মোমিটারের পারদের উচ্চতার পার্থক্য হঠাৎ বেড়ে যাওয়া কীসের পূর্বাভাস?
ঝড়
শিশির
কুয়াশা
খরা
নির্দিষ্ট ভরের একটি বস্তুকে একটি স্প্রিং এ ঝুলিয়ে দিলে, নিম্নের কোনটি সঠিক হবে?
দুটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 260 Hz এবং 255 Hz। তারা কত সময় পর পর বীট উৎপন্ন করবে ?
সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে। দূরত্বে (r > R) তড়িৎ প্রাবল্য হলো-
কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়?
একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে চারটি বিন্দু আধান আছে। যাদের মান যথাক্রমে -Q.-q, 2q এবং 2Q । Q ও এ এর মধ্যে নিচের কোন সম্পর্কের জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে?